স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : নেশা কারবারিদের দৌড়াত্ম্যে অতিষ্ঠ মানুষ। নেশাগ্রস্থরা অর্থের জোগানের জন্য এলাকাজূড়ে চুরিকান্ড লিপ্ত হচ্ছে প্রতিদিন। তাদের কারনে নিরপত্তাহীনতায় ভুগছে সোনামুড়া থানাধীন বটতলী এলাকার বাসিন্দারা।
এবার চুরির ঘটনায় নেশাগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য শুর চরালেন তারা। জানা যায় বাড়ির পাশে কালীপুজোর অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন সোনামুড়া থানাধীন বটতলী এলাকার বাসিন্দা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী মঞ্জু সূত্রধর ও তার কন্যা। আর ফাঁকা বাড়ি পেয়ে ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোরেরা। নগদ ১৫ হাজার ও স্বর্ণালঙ্কার চুরি যায় বলে দাবি করেন মঞ্জু সূত্রধর। খবর পেয়ে যায় সোনামুড়া থানার পুলিশ । নেশাখোরেরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চুরির ঘটনা বৃদ্ধিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানান এলাকাবাসী।