স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : দুর্ঘটনায় গুরুতর আহত যুবক, যুবতী। আহত যুবক মাতাবাড়ি দীপাবলি মেলার স্বেচ্ছাসেবক। ঘটনা চড়িলাম এলাকায়। যুবকের বাড়ি উদয়পুর, মেয়েটির বাড়ি আগরতলায়। কিন্তু দমকল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জনগণ। মূলত অভিযোগ দূর্ঘটনায় খবর জানানো সত্ত্বেও সময় মতো ঘটনাস্থলে আসে নি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। যার ফলে আরো বিপদের দিকে পতিত হয়েছে দূর্ঘটনাগ্রস্থরা।
ঘটনা বিবরনে জানা গেছে, মঙ্গলবার রাতে চড়িলাম বনকুমারি এলাকায় TR 08 0246 নাম্বারে একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা দেয় TR 03 M 9005 নাম্বারের একটি বাইককে। এতে বাইকে থাকা দুইজন আরোহী ছিটকে পড়ে যায় রাস্তায়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের। দমকল কর্মীরা সঠিক সময়ে পৌঁছায়নি। পরবর্তী সময় স্থানীয়রা একটি গাড়ি করে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। পরে যখন দমকল কর্মীরা আসে তখন জনতার ক্ষোভের মুখে পড়ে তারা। আহতরা হলো দেবরাজ দেব, বাড়ি উদয়পুরে, আহত যুবতীর নাম সুস্মিতা। বাড়ি আগরতলা এলাকায়। অন্যদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুস্মিতার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।