Monday, February 17, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় কমছে করোনার দৈনিক সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫২ জন, মৃত...

ত্রিপুরায় কমছে করোনার দৈনিক সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫২ জন, মৃত তিন


আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নেমেছে। স্বাভাবিকভাবে অনেক দিন পর কিছুটা স্বস্তি মিলেছে। তবে মৃত্যু-সংখ্যা এখনও উদ্বেগে রেখেছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা সামান্য কমলেও দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। ফলে, সংক্রমণের হারও কমেছে অনেক।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪১৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩,৬০১ জনকে নিয়ে মোট ৪,০১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১০ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৪২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৫২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষায় কম হওয়ায় সংক্রমিতের সংখ্যাও কমেছে। কিন্ত দৈনিক সংক্রমণের হারও অনেকটা কমে হয়েছে ৩.৭৮ শতাংশ। গতকাল ৫,০২৭ জনের নমুনা পরীক্ষায় ৩১০ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ৬.১৭ শতাংশ। মৃত্যু হয়েছিল ৪ জনের।

এদিকে, সুস্থতা অনেকটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯৮২ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৭৯৮ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৯,৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৩,২০১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৮ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৩০ শতাংশ। এদিকে ০.৮৯ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গেছে, পশ্চিম জেলা এখনও করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরা জেলার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫২ জন, উত্তর জেলায় ১৯ জন, সিপাহিজলা জেলায় ১১ জন, দক্ষিণ জেলায় ১৬ জন, ধলাই জেলায় ১০ জন, উনকোটি জেলায় ১১ জন, খোয়াই জেলায় ৪ জন এবং গোমতি জেলায় ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য