Monday, February 17, 2025
বাড়িরাজ্যম্যানেজিং ডাইরেক্টরের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারেরা

ম্যানেজিং ডাইরেক্টরের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : অবশেষে চোর বলে আখ্যায়িত হলেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর। শনিবার ম্যানেজিং ডাইরেক্টর গাড়ি ঘেরাও করে ঠিকাদারেরা বিক্ষোভ দেখায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। উল্লেখ্য, গত তিন বছর যাবত টি এস ই সি এল-র বকেয়া বিল পাচ্ছেন না ঠিকেদারেরা। তাদের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার জন্য বহুবার টি এস ই সি এল-র প্রধান কার্যালয়ে এসে দাবি জানিয়েছেন।

অবগত করেছেন কর্তৃপক্ষকে। অভিযোগ টি এস ই সি এল-র এম ডি- এম এস কেলে ঠিকেদারের বকেয়া টাকা না দিয়ে বহিঃ রাজ্য থেকে সংস্থাকে এনে কমিশনের মাধ্যমে মোটা অঙ্কের কাজ দিচ্ছেন। এর ফলে কাজের থেকে বঞ্জিত ঠিকেদারেরা। পাচ্ছেন না প্রাপ্য টাকা। পরিবারের সদস্যরা চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে। বহুবার জানানোর পরেও কোন সুরাহা হয়নি। অবশেষে শনিবার ফের একবার টি এস ই সি এল-র বনমালিপুর স্থিত কার্যালয়ে গিয়ে বিক্ষোভ ও ঘেড়াও করে ঠিকেদারেরা। অর্থের বিনিময়ে এই কাজ করে যাচ্ছেন টি এস ই সি এল-র এম ডি। রাজ্য সরকারকে বদনাম করতে বিদ্যুৎ নিগমের অবস্থা শোচনীয় করে দিয়েছে এম ডি। এই অবস্থায় তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানায় বিক্ষুব্ধ ঠিকেদারেরা। টাকা মিটিয়ে দিয়েই রাজ্যন্তরী হতে পারবেন বর্তমান এম ডি বলে জানায় ঠিকেদারেরা। এদিন ঠিকেদারদের ক্ষোভ চরম আকার ধারন করলে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। ঠিকেদারদের বিল বকেয়া প্রায় ১০০ কোটি টাকা বলে দাবি করেন তারা। বর্তমান এম ডি-র বিরুদ্ধে তদন্ত ক্রমে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবির পাশাপাশি এদিনের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে অনড় থাকে ঠিকেদারেরা। পরে ঠিকেদারদের সঙ্গে আলোচনায় বসেন এম ডি – এম এস কেলে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তবে পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য