স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : এককালীন যারা ঋনের টাকা পরিশোধ করবেন তাদের জন্য সুদের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এতে দেখা গেছে যারা দীর্ঘদিন ঋন পরিশোধ করতে পারছে না তাদের বিশাল সংখ্যক সুদ হয়ে গেছে। তাতে ২০ শতাংশ ছাড় দিলে বিশাল সুবিধা হবে। এই সুযোগ মিলবে শনিবার থেকে সোমবার পর্যন্ত।
ত্রিপুরা ও বি সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে শনিবার লেইক চৌমুহনী স্থিত কর্পোরেশন মার্কেটের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এ কথা জানান ত্রিপুরা ও বি সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার। তিনি বলেন যারা ও বি সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেড থেকে ঋন নিয়েছেন, অথচ আর্থিক দুরাবস্থার কারনে তা পরিশোধ করতে পারছে না। তাদের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন নিয়ে বিশেষ ছাড় দেওয়া হবে। যারা বিভিন্ন স্কিমে ঋন নিয়েছেন তারা এই সুযোগ কাজে লাগিয়ে ঋন পরিশোধ করতে পারবেন বলে জানান তিনি। ত্রিপুরা ও বি সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেড ওবিসি অংশের মানুষদের স্ব নির্ভর করতে রাজ্য সরকারের ন্যায় সহায়তা প্রদান করছে। কিন্তু পূর্বতন সরকার যে ভাবে এই ত্রিপুরা ও.বি.সি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের মাধ্যমে ঋন দিয়েছে তাতে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। দলীয় স্বার্থে তাদের ঋন প্রদানের ফলে এই দুরাবস্থা হয়েছে। অনেকেই ঋন নিয়ে পরিশোধ করেনি। আবার দিল্লি থেকে ঋনের টাকা এনে পূর্বতন সরকার তা পরিশোধ করেনি। পূর্বতন সরকারের নীতিতে ভুল থাকায় বর্তমানে ওবিসি সম্প্রদায়ের মানুষ ঋন পাওয়া থেকে বঞ্চিত থাকছে বলে জানান চেয়ারম্যান তাপস মজুমদার। দ্রুত টাকা পরিশোধ করার মাধ্যমে ফের ঋন পাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।