স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : দীপাবলির রাতেও আগরতলা শহরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। রাজধানীর ধলেশ্বর রোড নং-৩ এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। এলাকার বাসিন্দা বিপ্লব দেবের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা। বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে চোরেরা ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ বাড়ির মালিকের কাছ থেকে গোটা বিষয়ে জানার পর ঘটনার তদন্তে নেমেছে। বাড়ির মালিক জানান রবিবার সন্ধ্যায় তিনি পরিবারের সকলে নিয়ে ইন্দ্রনগর কালী মন্দিরে যান। সেখান থেকে পুনঃরায় বাড়িতে ফিরে আসেন। তারপর তিনি পরিবারের সকলকে নিয়ে পুনঃরায় আগরতলা শহরে কালী পূজা দেখতে বের হন। রাত ১২ টার পর বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোরেরা ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা সহ ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে এই ঘটনা পুলিশের দিকে আবারো আঙ্গুল তুলেছে। পুলিশ প্রশাসন দীপাবলি রাতেও শহরবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।