স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : আতস বাজির ফুল্কি থেকে বিধবংসী অগ্নিকান্ড। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বসত ঘর। নিঃস্ব হয়ে পড়ে একটি পরিবার। ঘটনা দীপাবলির রাতে মাষ্টারপাড়া এলাকায়। এই বাড়িতে থাকেন বিশাল দেব এবং তার বোন প্রিয়া দেব। জানা যায় দীপাবলির রাতে আতসবাজীর ফুল্কি এসে পড়ে ঘড়ের টিনের চালের উপর। টিনের চালা থাকা শুকনো নারকেলের ডালের মধ্যে আচমকা আগুন দেখতে পায় বাড়ির সদস্যরা।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়ি। বাড়িতে মজুত থাকা কেরোসিন এই ক্ষেত্রে আগুনের তীব্রতা বাড়ায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সম্পূর্ণ বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। পুড়ে যায় ঘড়ে থাকা সামগ্রী, পোশাক ও নগদ অর্থ। সেই সময় বাড়িতে পাঁচ জন্য সদস্য ছিল। কোন ক্রমে প্রান রক্ষার্থে বেড়িয়ে আসে সকলে। আগুন থেকে বাঁচানো সম্ভব হয় গ্যাস সিলিন্ডারটি। এই ঘটনায় রাতে ঘন জনবসতি পূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে আতঙ্ক ছড়ায়। বাড়ির মালিক বিশাল দেব জানান প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লক্ষ টাকা।