নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): এনসিসি-তে প্রচুর সংখ্যক মহিলাদের অংশগ্রহণে খুশি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ভারতের ধারণা বদলে যাচ্ছে। দেশের মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, আপনাদের অংশগ্রহণ ও সেবার প্রয়োজন রয়েছে দেশের এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের জন্য প্রচুর সুযোগও রয়েছে। শুক্রবার দিল্লির ক্যারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি-র সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনসিসি-র সমাবেশ চলাকালীন এনসিসি ক্যাডাররা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক ও ব্যাটন গ্রহণ করেন সেরা ক্যাডেটরা।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এনসিসি-তে আমি যে প্রশিক্ষণ পেয়েছি এবং এখানে যা শিখেছি তা আমাকে নিজের দায়িত্ব পালনে প্রচুর শক্তি প্রদান করেন। সম্প্রতি, আমি একটি এনসিসি অ্যালামনাই কার্ডও পেয়েছি। দেশ যেহেতু একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে, আমরাও এনসিসি-কে আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিচ্ছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সমগ্র দেশের ৯০টি বিশ্ববিদ্যালয় এনসিসি-কে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নিয়েছে। এখানে মহিলা ক্যাডেটের সংখ্যা এটাই বুঝিয়ে দিচ্ছে যে ভারতের ধারণা বদলে যাচ্ছে। আপনাদের অংশগ্রহণ ও সেবার প্রয়োজন দেশের এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। এখন দেশের মেয়েরা সৈনিক স্কুলে ভর্তি হচ্ছেন। সেনাবাহিনীতে মহিলারা বিরাট দায়িত্ব পাচ্ছেন। দেশের মহিলারা বিমান বাহিনীতে ফাইটার প্লেন ওড়াচ্ছেন। এমতাবস্থায় আমাদের প্রচেষ্টা হওয়া উচিত যাতে আরও বেশি সংখ্যক মেয়েদের এনসিসি-তে অন্তর্ভুক্ত করা যায়।”
প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের যুবসমাজ স্টার্ট আপের ক্ষেত্রে দেশকে বিশ্বের শীর্ষ-৩-এ নিয়ে গিয়েছেন। কোভিডের সময় তৈরি ইউনিকর্নগুলি আমাদের তরুণদের শক্তি প্রদর্শিত করে।” প্রধানমন্ত্রীর কথায়, “যে দেশের যুবসমাজ সর্বাগ্রে দেশ এই চিন্তা নিয়ে এগিয়ে যায়, সেই দেশকে পৃথিবীর কোনও শক্তি রুখতে পারবে না। খেলার মাঠে ভারতের সাফল্যও একটি বড় উদাহরণ।”