স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : রাজধানীর অনন্ত মার্কেটের এক দোকান থেকে ল্যাপটপ চুরির ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া ল্যাপটপ সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম ইয়াসিন মালিক। বাড়ি উত্তর প্রদেশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইয়াসিন মালিককে শনাক্ত করা হয়।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান থানায় চুরির মামলা দায়ের হওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে। তদন্তক্রমে জানতে পারে ইয়াসিন মালিকের বাড়ি উত্তর প্রদেশ। সে দীর্ঘ দিন ধরে রাজ্যে অবস্থান করছে। সে পুরানো ইলেকট্রিক সামগ্রী ক্রয় বিক্রয় করত। অনন্ত মার্কেটের এক দোকান থেকে দোকান মালিকের অনুপস্থিতিতে সে ল্যাপটপটি চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইয়াসিন মালিককে শনাক্ত করার পর তার মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। মোবাইল নাম্বারের সূত্র ধরে অবশেষে চন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান ইয়াসিন মালিক আরালিয়া এলাকায় ভাড়া থাকে।