Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিশালগড় বাইপাসে আবারও সর্বস্ব লুটপাট

বিশালগড় বাইপাসে আবারও সর্বস্ব লুটপাট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : নিরাপত্তাহীনতায় ভুগছে বিশালগড় বাইপাস। টাকা পয়সা মোবাইল ফোন সহ সর্বস্ব লুটপাট। পুলিশের ভূমিকা নিয়ে রহস্য। একাধিক ঘটনা সংগঠিত হলো বাইপাসে নেই পুলিশের টহলদারি। ঘটনার বিবরণের জানা যায় শুক্রবার রাতে TR-1AQ-1524 নাম্বারের গাড়ি নিয়ে উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল আগরতলার টাউন প্রতাপগড় এলাকার বাসিন্দা রামু সরকার।

 বিশালগড় বাইপাস সড়কের মুখে আসার পর এক ব্যক্তি গাড়ি আটক করে রামু সরকারের গাড়িতে উঠে। তারপর রামু সরকার গাড়ি নিয়ে বাইদ্যাদিঘি রাস্তার মুখে আসার পর সে ব্যক্তি গাড়ি দাঁড় করানোর জন্য বলে। সেখানে আরও দুই ব্যক্তি ছিল। রামু সরকার গাড়ি দাড় করানোর সাথে সাথে রামু সরকারকে মারধর শুরু করে। এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।পরবর্তী সময় গাড়ি চালক রামু সরকার বিশালগড় থানার দ্বারস্থ হয়। ঘটনার বিষয়ে জানার পর বিশালগড় থানার পুলিশ ছিনতাইকারীদের জালে তোলার জন্য ময়দানে নামে। গাড়ি চালক রামু সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য