স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে দাবি নিয়ে আন্দোলন চলবে। এমনটাই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। শুক্রবার তারা টি আর বি টি কার্যালয়ে যায়। তাদের নিয়োগ কবে নাগাদ সেই সম্পর্কে জানতে টি আর বি টি কার্যালয়ে যায় ২০২২-র টেট উত্তীর্ণরা।
দীর্ঘ কয়েক মাস যাবত উত্তীর্ণদের নিয়োগ করার দাবি জানিয়ে আসছেন তারা। এদিকে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধিকর্তা তাদের জানিয়ে ছিলেন টেট -১ ও টেট -২ মিলিয়ে শূন্য পদের সংখ্যা সাড়ে তিন হাজার। এত গুলি শূন্যপদ থাকার পরেও কেন তাদের নিয়োগে গড়িমসি করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন ২০২২-র টেট উত্তীর্ণরা। শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলোতে প্রচুর শিক্ষক স্বল্পতা রয়েছে। দপ্তর চাইছেন না এই সমস্যা সমাধানে টেট উত্তীর্ণদের অতিসত্বর নিয়োগ করতে। টেট উত্তীর্ণ ৩৬০ জনকে অতিসত্বর নিয়োগের দাবি জানান তারা। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন চাকরি প্রত্যাশীরা। এবং এভাবেই দপ্তরের কড়া নাড়ার কথা বললেন এদিন।