স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের দীপাবলি উপলক্ষে প্রতিবছরের মত বিশেষ আয়োজন করা হয়েছে। এবং এই আলোর উৎসবকে কেন্দ্র করে জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির ফ্লাক্স। ফ্লাক্সের মধ্যে মন্ত্রী বিধায়কদের ওয়েলকাম বার্তা বেশ সুন্দর ভাবেই রয়েছে। কিন্তু সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে মন্ত্রী বিধায়কদের ছবি দিয়ে ফ্ল্যাক্স লাগানোর পয়সা থাকলেও নেই রেগার মজুরি দেওয়ার পয়সা।
আর মজুরি না পেয়ে সড়ক অবরোধে সামিল হল রেগা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে রেগার শ্রমিকরা সড়ক অবরোধে সামিল হয়। আমবাসা মহকুমার তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেগা শ্রমিকরা। আমবাসা মহকুমার হরিণছড়া, ৯ মাইল ও দেড় মাইল এলাকায় সড়ক অবরোধ করা হয়। রেগা শ্রমিকদের বক্তব্য প্রায় ৪০ দিন রেগার কাজের মজুরি প্রদান করা হচ্ছে না তাদের। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধ করেছে। সকাল থেকে সড়ক অবরোধের ফলে তিনটি স্থানেই আটকে পড়ে ব্যবসায়ি থেকে শুরু করে ছোট বড় বহু যান বাহন। সকাল থেকে পথ অবরোধ চললেও প্রশাসনের কোন আধিকারীক অবরোধ স্থলে যায়নি। দীর্ঘ সময় পর অবরোধস্থলে যান আমবাসা ব্লকের বিডিও মুন মন দেববর্মা। কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। এবং ৪০ দিনের রেগার মজুরি অতিসত্বর প্রদান করার আশ্বাস দেন। এইদিন গঙ্গানগর সাপ্তাহিক হাট বাজার ছিল। সড়ক অবরোধের ফলে আটকে পরে ব্যবসায়ীরা। স্বাভাবিক ভাবেই এইদিন তারা ক্ষতিগ্রস্ত হয়।
বিডিও-র আশ্বাসে সড়ক অবরোধমুক্ত হলেও বেকে বসেন সড়ক অবরোধের ফলে আটকে পড়া ব্যবসায়ীরা। তাদের বক্তব্য প্রশাসনিক আধিকারিকরা সকালে অবরোধস্থলে আসলে তাদেরকে দীর্ঘ সময় আটকে থাকতে হতো না। আর তাদের ব্যবসারও ক্ষতি হত না। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা নির্ধারিত অফিসের সময়ে অফিসে গিয়ে স্বাক্ষর করে অবরোধ স্থলে এসেছেন। এতে করে আধিকারিকরা তাদের বেতন ঠিক ঠাক পাবেন। কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের দাবি তাদেরকে এক দিনের মজুরির টাকা প্রদান করা হোক।