Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যস্টাইপেন্ড না পেয়ে কর্ম বিরতি আইজিএম হাসপাতালে

স্টাইপেন্ড না পেয়ে কর্ম বিরতি আইজিএম হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : পোস্ট ডিপ্লোমা কোর্সে পাঠরত আই.জি.এম হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ পাঁচ মাস ধরে মিলছে না স্টাইপেন্ড। অবশেষে পোস্ট ডিপ্লোমা কোর্সে পাঠরত আই.জি.এম হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার থেকে কর্মবিরতি আন্দোলনে সামিল হয়। দীর্ঘ দুই বছর ধরে আইজিএম হাসপাতালে ইন্টার্ন হিসাবে কর্মরত পোস্ট ডিপ্লোমা কোর্সে পাঠরত ১৮ জন চিকিৎসক।

পূর্বে তাদেরকে দুই মাস কিংবা তিন মাস পর পর স্টাইপেন্ড প্রদান করা হতো। এই ১৮ জন চিকিৎসকের মধ্যে রাজ্যের চিকিৎসক যেমন রয়েছে তেমনি বহিঃরাজ্যের চিকিৎসকও রয়েছে। তাদেরকে কোন ধরনের হোস্টেল প্রদান করা হয়নি। বাধ্য হয়ে তাদেরকে ভাড়া থাকতে হচ্ছে। বর্তমানে তারা আর্থিক সঙ্কটে ভুগছে। সময় মতো মিটিয়ে দিতে পারছে না ঘর ভাড়া। কারন দীর্ঘ ৫ মাস ধরে তারা স্টাইপেন্ডের টাকা পাচ্ছে না। বহুবার তারা আইজিএম হাসপাতালের এমএস-এর সাথে এই নিয়ে সাক্ষাৎ করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই নিরুপায় হয়ে বকেয়া স্টাইপেন্ডের দাবিতে শুক্রবার এই ১৮ জন ইন্টার্ন চিকিৎসক আইজিএম হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্ম বিরতি আন্দোলনে সামিল হয়।

তাদের দাবি একটাই তাদের প্রাপ্য স্টাইপেন্ড মিটিয়ে দেওয়া হোক। অন্যথায় তাদেরকে পক্ষে হাসপাতালে পরিষেবা প্রদান করা সম্ভব হবে না। কারন তারা চরম আর্থিক সঙ্কটে ভুগছে। তারা আরও জানায় তারা অতিরিক্ত কোন কিছু চাইছে না। তাদের একটাই দাবি তাদের স্টাইপেন্ডের টাকা সহসাই মিটিয়ে দেওয়া হোক। অন্যথায় তারা কর্মবিরতি আন্দোলন জারি রাখবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য