স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : জিরানিয়া মহকুমা মাধববাড়ি স্থিত বিপিআই ইটভাট্টায় এক শ্রমিকের হাতে খুন হলো অপরের শ্রমিক বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত শ্রমিক বিপাইয়া কারোরকে গ্রেফতার করেছে। জানা যায়, বৃহস্পতিবার চন্দ্র পাল ওড়াগের মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেছে অভিযুক্ত শ্রমিক।
তারপর অন্যান্য শ্রমিকরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারনে এই ঘটনা সেটা বুঝে উঠতে পারছে না অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিকের বাড়ি ঝাড়খন্ডে।