স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : শুক্রবার টিএসআর সপ্তম বাহিনীর অন্তর্গত, বেলবাড়ি এ-কোম্পানির হেড কোয়াটার পরিদর্শন করে ক্যাম্পগুলির বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সিপাহীজলা জেলার একাধিক টি এস আর ক্যাম্প পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত টিএসআর এর বিভিন্ন বিভাগ গুলি নিয়মিত পরিদর্শন জারি রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মিলিত হন সৈনিক সম্মেলনে।
ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। গতানুগতিক কর্তব্য পালনের পাশাপাশি, পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলী সম্পর্কেও সজাগ দৃষ্টিপাত আবশ্যক। বর্তমানে মহিলা ক্ষমতায়নের ইতিবাচক ফলশ্রুতিতে, সম্প্রতি স্বচ্ছ নিয়োগ নীতিতে এই বাহিনীতে উচ্চ শিক্ষিত মেয়েরাও যোগ দিচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী যান সপ্তম বাহিনীর অন্তর্গত, বৃদ্ধি বাজার সি-কোম্পানি প্ল্যাটুন পোস্ট এর বিভিন্ন বিভাগ পরিদর্শনে। মাঝে সৈনিক সম্মেলনে জওয়ানরা জানান, ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় বর্তমানে গড়ে নূন্যতম প্রায় ৮ থেকে ১০ হাজার বা তার অধিক মোট বেতন বৃদ্ধি পেয়েছে l পোশাকের নতুনত্ব সহ অন্যান্য ইতিবাচক ব্যবস্থাপনা জওয়ানদের মনোবলকে অনেকটাই উজ্জীবিত করেছে বলে পরবর্তী সময় জানান মুখ্যমন্ত্রী। টিএসআর সপ্তম বাহিনী হেড কোয়ার্টার পরিদর্শনকালে টিএসআর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্ন আহার গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রক্তদান কর্মসূচিসহ হেড কোয়ারটারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সন্ত্রাসবাদী কার্যকলাপ নির্মূলিকরণের পাশাপাশি নাগরিক সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে বর্তমানে ন্যস্ত অন্যান্য কর্তব্য পালনেও রাজ্য ও রাজ্যের বাইরে সাফল্যের নজির স্থাপন করেছে এই বাহিনীর জওয়ানরা বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন জম্পুইজলা ও গমনবাজারে অবস্থিত টি এস আর ক্যাম্প পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
জম্পুইজলা স্মৃতি সৌধে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। একদা উন্নয়নের প্রশ্নে উপক্ষিত ও আর্থিক অনটনের দীর্ঘসূত্রতার শিকল মুক্ত হয়ে জনজাতি মহিলারাও এখন অর্থনৈতিক ভাবে স্বচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন। জম্পুইজলার বৃদ্ধি বাজার-এ, সাক্ষাৎ জীবন অভিজ্ঞতা সমৃদ্ধা মহিরুহসম প্রবীণ জনজাতি রমণী গোপীস্বারি জমাতিয়া নিজের বাজারের ব্যাগ থেকে স্নেহ স্বরূপ ১০০ টাকা তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের সমস্ত অংশে অর্থনৈতিক বিকাশের সম বিকেন্দ্রীকরণের প্রয়াস ও মহিলাদের আর্থিক উর্দ্ধগতির এক অনন্যতম নজির এই মহিলা বলে জানান তিনি।