Monday, December 4, 2023
বাড়িরাজ্যপানীয় জলের সমস্যায় কিল্লা সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী

পানীয় জলের সমস্যায় কিল্লা সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ২০০৮ সাল থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন রাইয়াবাড়ি এলাকার মানুষ। ২০২৩ সাল অতিক্রম হতে চললেও সমস্যার স্থায়ী হয়নি। এই দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী সমাধানে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে বুধবার রাইয়াবাড়ি এলাকায় উদয়পুর কিল্লা সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী। তাদের অভিযোগ বহুবার জলকষ্ট নিবারনের জন্য দপ্তরের গোচরে নেওয়া হয়েছে।

 কিন্তু সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তার স্থায়ী কোণ সুরাহা হচ্ছে না। বিগত দুই মাস ধরে এই সমস্যা প্রকট । বৃষ্টির জল খেয়ে থাকতে হয় তাদের। আর সবার পক্ষে সাব মার্সিবল বসানো সম্ভব নয়। অবরোধকারীদের দাবি, ঘটনাস্থলে গোমতী জেলা জেলাশাসক গিয়ে  সমস্যার সমাধান না করা পর্যন্ত চলবে অবরোধ। অবরোধের ফলে রাস্তার দুই পাশে ছোট বড় আটকে পড়ে বহু যানবাহন। ঘটনা স্থলে ছুটে যায় কিল্লা থানার পুলিশ। আটকে থাকতে দেখা যায় অ্যাম্বুলেন্সকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য