স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : হু হু করে বাড়ছে পেঁয়াজের মূল্য। ফলে বিক্রেতারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বুধবার দুপুরে খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগ তিন জনের এক প্রতিনিধির দল পিয়াজের দামের উপর লাগাম টানতে খোয়াই মহাকুমার সুভাষ পার্ক বাজার এবং মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন পাইকারি দোকান সহ অন্যান্য দোকানে অভিযান চালায়।
এবং দেখতে পান বিভিন্ন দোকানে পিয়াজের গুনগতমানের উপর তিন ধরনের বিক্রয় মূল্য ধার্য রয়েছে। এছাড়া বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা বোর্ডে ১৫ দিন আগের পিয়াজের মূল্য লেখা থাকলেও তার থেকে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে বেশ কয়েকটি দোকানকে নোটিশ জারি করে খাদ্য দপ্তর। তাদেরকে মহাকুমা শাসকের সাথে দেখা করার জন্য জানানো হয়। ৬০ টাকা করে পেঁয়াজ বিক্রি করার নির্দেশ দেন। বুধবার দুপুরে এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা ডেপুটি কালেক্টর কিশোর দেববর্মা, মহাকুমার ফুড কন্ট্রোলার সঞ্জীব দেববর্মা, ফুডের চিফ ইন্সপেক্টর প্রসেনজিৎ মজুমদার।