স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈরাগী বাজারে রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ল একটি বিলাস বহুল গাড়ি। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা চার ব্যক্তি। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। জানাজায় বৈরাগী বাজার এলাকা থেকে এই গাড়িতে করে চারজন লোক আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে বৈরাগী বাজার এলাকায় আসতেই হঠাৎ করে গাড়ির সামনে আগুন জ্বলতে দেখেন।
কোন রকমে প্রাণে বেঁচে গাড়ি থেকে বেরিয়ে যান গাড়িতে থাকা চালক সহ ৪জন। মুহূর্তের মধ্যেই TR07A0283 নাম্বারের বিলাসবহুল গাড়িটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায়। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ও মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি আসার পূর্বে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়। এদিকে চলন্ত গাড়িতে এভাবে আগুন ধরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বৈরাগী বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাযায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এই গাড়িটি অন্য আরেক জনের কাছ থেকে ক্রয় করেছিল। এখনো গাড়িটির ওনারশিপ পরিবর্তন হয়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ।