স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: পূর্ব শত্রুতার জেরে কাশীপুর এলাকায় রাতের অন্ধকারে একটি ট্রিপার গাড়ি ভাঙচুর করল দুষ্কৃতিরা। কাশীপুর এলাকার বাসিন্দা জয় দেবনাথ। জয় দেবনাথের স্ত্রী তাপসী দেবনাথের নামে একটি টিপার গাড়ি রয়েছে। সেই গাড়ি দিয়ে মাটি পরিবহন করে জয় দেবনাথের সংসার চলে। জয় দেবনাথ জানান তিনি মাটির ব্যবসা করেন। পাশাপাশি জেসিবি ভাড়া নিয়ে মাটি কাটার কাজ করান।
এলাকার এক ব্যক্তি কিছু মাটি কেটে দেওয়ার জন্য বলেছিলেন। সেই মোতাবেক তিনি জেসিবি দিয়ে মাটি কেটে দেন। তারপর অঞ্জন ঘোষ নামে এক ব্যক্তি ওনাকে হুমকি দেয়। রবিবার রাতে অঞ্জন ঘোষের সাঙ্গপাঙ্গরা ওনার বাড়ির সামনে গিয়ে গালি গালাজ করে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য বলে। কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন নি। তারপর অঞ্জন ঘোষের সাঙ্গপাঙ্গরা তার গাড়িটি ভাংচুর করেছে বলে জানান তিনি।