স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : কালা থার গাড়ি কেড়ে নিল এক তরতাজা যুবক প্রাণ।ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত বামুটিয়া ব্লকের সামনে। থার গাড়িটি চিহ্নিত করে চালকের শাস্তির দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা। ঘটনা এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া গ্রামের। জানা যায়, বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ বামুটিয়া ব্লকের সামনে অধীর সরকার নামে বছর ত্রিশের যুবক তার এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন।
তখনই পিছন থেকে কালো রঙের একটি থার গাড়ি এসে সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে অধীর লুটিয়ে পড়ে মাটিতে। এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অধীর। মৃতদেহ বাড়িত আসতেই জনঢল নেমে পড়ে অধীরের বাড়িতে। তখন গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘাতক গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে তেবাড়িয়া এলাকায় পথ অবরোধ করে। স্থানীয় প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষোভ কারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তারপর পথ অবরোধ মুক্ত হয়। এখন দেখার বিষয় ঘাতক গাড়ি চালককে পুলিশ কতটা দ্রুত জালে তুলতে পারে।