স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : ৩১ শে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করা হয়। তারপর ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, দেশের প্রথম মহিলা মন্ত্রী ইন্দিরা গান্ধীর আজ ৩৯ তম প্রয়ান দিবস।
জাতীয় কংগ্রেসের নির্দেশে প্রদেশ কংগ্রেস দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করছে। কারণ ইন্দিরা গান্ধী দেশে সংহতি রক্ষা করার জন্য বলিদান হয়েছেন। দেশবাসী এই কলঙ্ক আজও মন থেকে মুছে ফেলতে পারেনি। এবং আজকের এই দিন থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করার দিন।
তাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জেলার কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরবর্তী সময়ে গান্ধীঘাট স্থিত শহীদ বেদীতে গিয়ে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ বিধায়ক গোপাল রায়।