Saturday, January 25, 2025
বাড়িরাজ্যউৎসবের মরশুমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কিলো, বেখবর প্রশাসন

উৎসবের মরশুমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়ে ৭০ টাকা কিলো, বেখবর প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : পূজোর মরশুমে স্বস্তি নেই আমজনতার। হুঁ হুঁ করে বাড়ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের ঝাঁজে নয়, দামে চোখে জল আসছে আমজনতার। পাইকারি অসাধু ব্যবসায়ীরা মনগড়া বৃদ্ধি করে চলেছে পেঁয়াজের মূল্য। তাও এক দুই টাকা নয়, এক লাফে কোথাও ২০ টাকা আবার কোথাও ৩০ টাকা কেজি প্রতি।

 এই সময়ে এভাবে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্বল্প আয়ের লোকজন। কি করে সংসার প্রতিপালন করবেন বুঝে উঠতে পারছেন না। হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস আমজনতার। খুচরো ব্যবসায়ীরা জানান আড়তদারদের কাছ থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রি করতে হচ্ছে বেশি। তারা জানান ৫৪-৫৫ টাকা দরে কিনে তারা ৬০ টাকা কেজি প্রতি বিক্রি করতে হচ্ছে। নতুন পেঁয়াজ ৬৫ টাকা দরে কিনে বিক্রি করতে হচ্ছে ৭০ টাকা দরে। ফলে তারা তেমন লাভের মুখ দেখছেন না বলে দাবি খুচরো ব্যবসায়ীদের।

অমৃত সমান পেঁয়াজের মূল্য এতটা বৃদ্ধি পাওয়ার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিগত বছরও এই সময় একলাফের আশি টাকা পর্যন্ত পৌঁছেছিল পেঁয়াজের মূল্য। চলতি বছর ফের একবার ৭০ টাকা পৌঁছেছে, মূল্য আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানায় খুচরো পেঁয়াজ বিক্রেতারা। অভিযোগ বাজারে এভাবে পেঁয়াজের দাম বেড়ে গেলেও কোন হেলদোল নেই খাদ্য দপ্তরের। কেন দাম আচমকা এতো টাকা বৃদ্ধি পেল, কিংবা দাম নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না খাদ্য দপ্তরে। তবে গত দু এক মাসে দেখা গেছে বেশ কয়েকবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজার অভিযান করেছে। কিন্তু পাইকারি দোকানে গিয়ে মূল্য নিয়ন্ত্রণে আনতে তাদের কোন ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এবং বাজার অভিযান করার আগেই উদ্ধার করুন পিটিয়ে ফটো সেশন করার জন্য চিত্র সাংবাদিকদের খবর দেয়। আর তারা বাজারে গেলে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমিয়ে নাটক মঞ্চ তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। আবার তারা বাজার থেকে আসতেই ক্রেতাদের পকেট কাটতে শুরু করে অসাধু ব্যবসায়ীরা। পেঁয়াজ ছাড়া অধিকাংশ রান্না করা অসম্ভব। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা পকেট কাটছে নিরুপায় আমজনতার। অভিমত সংশ্লিষ্ট মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য