Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্যকর্মীদের দ্বারা চরম অরাজকতা প্রধান রেফারেল হাসপাতালে

স্বাস্থ্যকর্মীদের দ্বারা চরম অরাজকতা প্রধান রেফারেল হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর :  প্রধান রেফারেল হাসপাতালে মোটা অংকের বিনিময়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেও মিলছে না সঠিক পরিষেবা। পুনরায় পকেট কাটার ফন্দি বের করছে স্বাস্থ্যকর্মীরা। যার ফলে রয়েছে পরিষেবা নিয়ে চরম ক্ষোভ রোগীর আত্মীয় পরিজনের মধ্যে। সরকারী হাসপাতালের এই দুরাবস্থা অবিলম্বে দূর করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা রোগী ও আত্মীয় পরিজনদের সমস্যা লাঘব করার দাবিও উঠেছে।

 কিন্তু জিবি-র হাল ফেরানো কোন ভাবেই সম্ভব হচ্ছে না। একাংশ কর্মী ও ট্যাকনিসিয়ান এর জন্য দায়ী। এমনই এক ঘটনা সামনে এল সোমবার। বড়জলা থেকে আগত রোগীর এক আত্মীয় অভিযোগ ১০০০ টাকার বিনিময়ে সিটি স্ক্যান করতে হয়েছে। অথচ সিটি স্ক্যানের প্লেটটি খামের পরিবর্তে খালি প্রদান করা হচ্ছে। এতে করে প্লেট নষ্ট হওয়ার সম্ভবনা থেকেই যায়। এভাবেই সকলকে খামের পরিবর্তে খালি হাতে প্লেট ধরিয়ে দেওয়া হচ্ছে। উদয়পুর রাজনগরের বাসিন্দা 

 আলম মিয়া খাতুন জানান জিবিতে আড়াই হাজার টাকার বিনিময়ে এম আর আই করেছেন। প্লেটে ময়লা লাগলে পুনরায় করতে হয়। তাদের গাফিলতির কারনে প্লেট গুলি নষ্ট হয়। পুনরায় তাদের এম আর আই করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীদের এ ধরনের চরম গাফিলতির কারণে রাজ্যের দূর-দূরান্ত থেকে জিবি হাসপাতালে আসা রোগীর চিকিৎসা পরিষেবা অনেকটা বিলম্ব হচ্ছে। ঝুঁকি বাড়ছে রোগীদের। বহুবার রোগীর পরিবার পরিজন স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বললেও তারা কোনো কর্ণপাত করছে না। এক প্রকার ভাবে চরম অরাজকতা চলছে এই প্রধান রেফারেল হাসপাতালে। প্রতিদিন হাসপাতালে কোন না কোন একটি বিষয় নিয়ে রোগীর পরিবার এভাবে অভিযোগ করলেও হাসপাতালে এন এস থেকে শুরু করে কোন স্বাস্থ্য আধিকারিকের হুঁশ ফিরছে না। এমনটাই মনে করছে রোগীর পরিবার পরিজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য