Thursday, July 25, 2024
বাড়িরাজ্যপ্রয়াত প্রাক্তন মন্ত্রী

প্রয়াত প্রাক্তন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : সোমবার প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস। তিনি কংগ্রেসের বলিষ্ঠ নেতাও ছিলেন। ৭৮ বছর বয়সে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে কুমারঘাট স্থিত নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন।

 প্রাক্তন মন্ত্রীর প্রয়ানে শোক জ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি প্রয়াত সুনীল চন্দ্র দাসের ছেলে ও মেয়েদের প্রতি সমবেদনা জানানো হয়। তিনি প্রদেশ কংগ্রেসের একনিষ্ঠা কর্মী ছিলেন বলে এক বিবৃতির মাধ্যমে জানায় প্রদেশ কংগ্রেস। এবং তিনি জনগণের স্বার্থে দায়িত্ব প্রতিপালন করে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মৃত্যু সংবাদ শুনে তাঁর বাসভবনে ছুটে যান মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাঙ্খল, সত্যবান দাস, তরুণ সাহা সামল ভট্টাচার্যী। এছাড়া সিপিআইএম -এর পক্ষ থেকে স্বপন কুমার বৈষ্ণব, মিন্টু চন্দ্র দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে ছুটে যান। পাশাপাশি রাজনৈতিক মহলেও নেমে আসে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য