Friday, October 25, 2024
বাড়িরাজ্যদিপশ্রী দাসের অস্বাভাবিক মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পুলিশের সদর কার্যালয়ে ঘেরাও...

দিপশ্রী দাসের অস্বাভাবিক মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পুলিশের সদর কার্যালয়ে ঘেরাও সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : শুদ্ধিকরণে ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আবারও সরব হল বামেরা। তাদের দাবি দিপশ্রী দাসকে বিজেপি নেতা শুদ্ধিকরণের নিয়ে হত্যা করেছে। অবিলম্বে স্কুল ছাত্রী দিপশ্রী দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস অভিযোগ মেয়েটিকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

 নবম শ্রেণীর এই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর শান্তিরবাজার জেলা হাসপাতাল, এরপর জিবিতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয় দিপশ্রী দাসকে। সড়ক পথে আনার সময় কমলপুরে মৃত্যু হয় মেয়েটির। সিপিএম রাজ্য সম্পাদক রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিয়ে এই ঘটনায় সিট গঠনের দাবি জানান। পক্সো আইনে বিচার করতে হবে। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক আরো অভিযোগ করেন পুলিশের একটা অংশ এই ঘটনাকে চক্রান্ত করে চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, এটা কোন স্বাভাবিক মৃত্যু ছিল না। পুলিশ এই ঘটনার খাবার দিতে অপপ্রচেষ্টায় লিপ্ত। গত পাঁচ বছরে কোন নারী সংক্রান্ত ঘটনার কার্যকরী ভূমিকা নেয়নি পুলিশ। তাই এই শুদ্ধিকরনের ঘটনার সুষ্ঠু তদন্ত পুলিশকে করতে হবে। এবং অভিযুক্ত বিজেপি নেতা বিপ্লব সেন এবং অরুণ হালদারকে গ্রেপ্তার করে কোর্টে তুলতে হবে। তাহলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত বের হয়ে আসবে বলে জানান রতন দাস। আয়োজিত কর্মসূচিতে এদের এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য