স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : উৎসবের মরশুমেও চলছে দুঃসাহসিক চুরি। মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে এবার মন্দিরেও চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। তদন্তে নেমে পুলিশ অন্ধকারে হাঁত নাড়ছে। এবার লক্ষী পূজার আগের দিন যে চোরের ঘটনা সংগঠিত হয়েছে সেটা হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রক্ষা কালী বাড়িতে।
এলাকাবাসী শনিবার সকালে ঘুম থেকে উঠে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করেছে। তারা সিসি ক্যামেরায় দেখতে পায় চোর রাত দুটা নাগাদ মন্দিরের দরজার তালা ভেঙে প্রবেশ করেছে। তারপর প্রতিমার স্বর্ণালংকার ও প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে গেছে। প্রায় দশ লক্ষাধিক টাকার অধিক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর লেখা পর্যন্ত কাউকে জালে তুলতে পারেনি পুলিশ। জাতীয় সড়কের পাশে এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।