Monday, February 10, 2025
বাড়িরাজ্যরেশন শোপে সরিষার তেল প্রদানের সূচনা করলেন মন্ত্রী

রেশন শোপে সরিষার তেল প্রদানের সূচনা করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর :  দীপাবলির আগে রাজ্যের সমস্ত রেশন শোপের মাধ্যমে ভর্তুকিতে সরিষার তেল প্রদান করা হবে। শুক্রবার প্রগতী রোড স্থিত মেহের কালীবাড়ি সংলগ্ন ৬১ টি নম্বর রেশন শোপে সরিষার তেল প্রদানের সূচনা করে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজ্যে প্রথমবার সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে ভর্তুকিতে সরিষার তেল প্রদানের ঘোষণা করেছিল রাজ্য সরকার। তারপর সরকার প্রশাসনিক নিয়ম অনুযায়ী টেন্ডারের পরেও ১৫ টাকা করে ভর্তুকি দেয় দপ্তর। এতে করে ১১৩ টাকা দরে সরিষার তেল প্রদানের ব্যবস্থা করা হয়। রাজ্যের ৯ লক্ষ ৭০ হাজার কার্ড হোল্ডার এতে সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, ভোক্তাদের হাতে রেশন সামগ্রী, সরিষার তেল এবং ক্যানভাস ব্যাগ তুলে দেন।

মন্ত্রী বলেন এই সরিষার তেল প্রদান নিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য প্রনদিত ভাবেই এই চেষ্টা করা হয়। সদর মহকুমার অন্তর্গত রেশণ শোপের সংখ্যা ২৬৫। প্রথম দিন ৯৫ টি রেশণ শোপের মাধ্যমে সরিষার তেল প্রদান শুরু হয়েছে। দীপাবলির মধ্যে ২০৫৬ রেশন শোপে সরিষার তেল প্রদান কর্মসূচী শুরু হয়ে যাবে বলে জানান মন্ত্রী। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে জিরানিয়া, মোহনপুর, বিশালগড়ের রেশন শোপ গুলিতে এই কর্মসূচী শুরু হয়ে যাবে। সরকারকে কালিমালিপ্ত করতে পুজোর সময় যে ষড়যন্ত্র হয়েছিল তা মানুষ বুঝতে পেরেছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী , সদর মহকুমা প্রশাসক অরূপ দেব, সদর এস ডি সি প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা। এরপর পর্যায়ক্রমে কদমতলী এলাকার ২৪৫ নং রেশন শপ, ধলেশ্বর ২৩০ নং রেশন শপ এবং রেশম বাগান স্থিত ২২৬ নং রেশন শপে এই তেল বিতরণের সূচনা করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য