স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে নিজ ঘরে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা বিবরণে জানা যায়, খোয়াই থানাধীন মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের তবলা বাড়ি এলাকার তিন নং ওয়ার্ডের বাসিন্দা উকুন দে -র সাথে বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বচসা হয়।
পরে বৃহস্পতিবার রাতে উকুন দে অতিরিক্ত মদ্যপান করেন। সকালে তার স্ত্রী মৃত অবস্থায় পায়। পেশায় তিনি শ্রমিক। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।