স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ত্রিপুরার ২০ তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজভবনের দরবার হলে নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নব নিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন স্বস্ত্রীক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিচারপতি অরিন্দম লোধ, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন , মন্ত্রীসভার সদস্য, মুখ্য সচেতক কল্যাণী রায়, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য, সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা।
শপথ গ্রহণের আগে নব নিযুক্ত রাজ্যপালকে চিরাচরিত প্রথা মেনে গার্ড অফ অনার প্রদান করা হয় রাজভবন প্রাঙ্গণে। শপথ গ্রহণ শেষে নব নিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ত্রিপুরার রাজ্যপাল হিসাবে তাঁকে দায়িত্ব দেওয়ার জন্য। রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করবেন। স্বচ্ছতা, ক্ষমতায়ন ও দায়ব্ধতার সঙ্গে কাজ করবেন। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় রাজ্যে ও রাজ্যবাসীর সর্বোচ্চ উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।