স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের নব নিযুক্ত দুই বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের কোর্ট নম্বর- দুই এ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। নব নিযুক্ত দুই বিচারপতি হলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ ও বিশ্বজিৎ পালিত।
তাদের শপথবাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। এদিন সব্যসাচী দত্ত পুরকায়স্থ বিচারপতি এবং বিশ্বজিৎ পালিত অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেনে। সব্যসাচী দত্ত পুরকায়স্থ এতোদিন রাজ্যের জুডিশিয়াল একাডেমীর অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিশ্বজিৎ পালিত আইন সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অরিন্দম লোধ , বিচারপতি টি অমরনাথ গৌড়, এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দেব সহ অন্যান্য আইনজীবী ও উচ্চ আদালতের আধিকারিকেরা।