স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : কবিরাজের প্রেমে মুগ্ধ হয়ে প্রমিকা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে গ্রেপ্তার। নাম ফাতেমা নুরসাত। বয়স ২৪ -এর এই প্রেমিকার বাড়ি বাংলাদেশের সিলেটের মৌলভী বাজার এলাকায়। চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ির বখাটে যুবক নুর জালাল ওরফে সাদ্দামের সাথে পালিয়ে আসে সে।
সাদ্দামের বাড়ি থেকে ফাতেমাকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। ফাতেমা বিবাহিত, তারপরও প্রেমে অন্ধ হয়ে সাদ্দামের সাথে ভারতে আসে সে। সাদ্দাম ভুয়ো কবিরাজ। সেই সূত্রে বাংলাদেশ গেলে প্রেমের ভাব জমে দুজনের। আটক ফাতেমার কাছ থেকে পাসপোর্ট সহ বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেপ্তার করে চুরাইবাড়ি থানার পুলিশ বলে জানা যায়।