স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : কাস্টমসকে খবর না দিয়ে গোপন রফায় আটককৃত বার্মিজ সুপারি বোঝাই গাড়ি ছেড়ে দিল ধর্মনগর থানার এস আই প্রিত্তিময় চাকমা বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ধর্মনগর রাজবাড়ি এলাকায় এই সুপারি বোঝাই গাড়িটি দাড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
থানার এস আই পুলিশ নিয়ে গাড়িটি থানায় নিয়ে এসে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেড়িয়ে আসে নিষিদ্ধ বার্মিজ সুপারি অর্থাৎ “রটা”। রাতে পুলিশ জানিয়েছিল সকালে মামলা নিয়ে গাড়িটি সিজ করা হবে। খবর দেওয়া হয়েছে কাস্টমকেও। কিন্তু আশ্চর্যজনক ভাবে সকাল হতে কথা পালটে যায় পুলিশের। উল্টো সংবাদ কর্মীদের রক্ত চক্ষু দেখান এস আই প্রিত্তিময় চাকমা বলে অভিযোগ। পরে তিনি গাড়ি চালককে ডেকে বলেন গাড়ি নিয়ে থানা থেকে চলে যেতে। গাড়ি থানা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের ডেকে প্রিত্তিময় জানান, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহার নির্দেশ ছিল এই গাড়ি ছেড়ে দেওয়ার জন্য। দেবাশীষ সাহা নাকি ফোনে বলেছেন এই সুপারি গুলি বার্মিজ সুপারি নয়, এগুলি স্থানীয় সুপারি।
সাংবাদিকরা এস ডি পিও এর কাছ থেকে এই বিষয়ে জানতে পুলিশ আধিকারিকের কার্যালয়ে গেলেও দেবাশীষ বাবুকে পাওয়া যায়নি। ফোনেও তার সাথে যোগাযোগ করা যায় নি। সূত্রে খবর এই ঘটনায় আবারও পরিষ্কার বার্মিজ সুপারি পাচারে রফায় ভাগ বসাচ্ছে উপর তলার পুলিশ কর্তারাও। উল্লেখ্য এসডিপিও দেবাশীষ সাহা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিতেই ধর্মনগর দুনম্বরী মদের ব্যাবসা থেকে অসামাজিক কাজ বেড়ে গেছে বলে গুঞ্জন পুলিশ মহলেই।