Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যএকটু আনন্দ, একটু কষ্ট, মাকে এবার বিদায় জানানোর পালা, উপচে পড়া ভিড়...

একটু আনন্দ, একটু কষ্ট, মাকে এবার বিদায় জানানোর পালা, উপচে পড়া ভিড় দুর্গা বাড়িতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : দশমীর বিকেল থেকেই বেজে উঠবে বিসর্জনের বাজনা। দুর্গা বাড়িতে চলছে দশমী পূজা। সকাল থেকেই ভিড় জমায় উচ্ছাসিত ভক্তরা। শত শত ভক্ত এসে মাকে প্রণাম জানিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। অপরদিকে আকাশের মুখ ছিল বেশ ভারী। আবারো একটি বছরের অপেক্ষা। বাঁধ ভাঙ্গা খুশিতে যেন মন খারাপ সকলের।

দশভূজা মাকে বিদায় জানাতে মন না চাইলেও প্রথা মেনে এটাই স্বাভাবিক। তাই সকলে প্রস্তুত একটি বছরের জন্য মাকে নৈঃশব্দ্য বিদায় জানাতে। আগরতলা শহরের বিশেষ কয়েকটি বনেদি বাড়ির পূজা এখনও দশমীতে বিসর্জন দেওয়ার প্রথা মেনে আসছে। তবে শহরের বেশিরভাগ ক্লাবের পুজোর বিসর্জন হবে না দশমীতে। তার উপর নবমীর মধ্যে যাদের ঠাকুর দেখা শেষ হবে না, সেই দর্শনার্থীদের ভিড় থাকবে বড় মণ্ডপগুলিতে। তাই একদিকে যেমন শহরের বড় মণ্ডপগুলিতে থাকবে পুলিশি ব্যবস্থা, তেমনই প্রত্যেকটি ঘাটেও থাকছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

এবারে দশমী থেকে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে বিসর্জনের সময় দশমী ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৬ অক্টোবর। নেওয়া হয়েছে সমস্ত ধরনের প্রস্তুতি। আর এখানেই হবে প্রায় জেলার সাড়ে নয় শতাধিক প্রতিমার মধ্যে অধিকাংশ প্রতিমা নিরঞ্জন। দশমী ঘাটে রয়েছে প্রায় ৯০ জন পুর নিগমের কর্মী। রয়েছে তিনটি ক্রেন। দশমী ঘাটে পৌঁছানোর আগেই গান বাজনা এবং ডিজে মিউজিক বন্ধ করে ফেলতে হবে পুজো উদ্যোক্তাদের। ক্লাবগুলি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে প্রতিমা নিরঞ্জন এর দায়িত্ব পুর নিগমের পক্ষ থেকেও নেয়া হবে। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রয়েছে আগরতলা পুর নিগমের মেয়র, কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য