স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : লোডিং সমস্যার খেসারত দিতে হচ্ছে টি এন জি সি এলের গ্যাস সরবরাহ গাড়ি চালকদের। অভিযোগ অনেক সময় তাদের আক্রান্ত হতে হয়। ক্ষোভ উগরে দিলেন চালকরা। অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহের জন্য রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে টি এন জি সি এলের গ্যাস পয়েন্টে।
সেসব পয়েন্টে গ্যাস নিয়ে যাওয়া হয় রাজধানীর কৃষ্ণনগর টি আর টি সি, চন্দ্রপুর আই এস বি টি ও খয়েরপুর থেকে। যেসব যান চালকরা বিভিন্ন পয়েন্টে গ্যাস নিয়ে যান তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। শনিবার তারা ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ লোডিং পয়েন্টে লাইন প্রেসার কম। এর উপরে রয়েছে মেশিনের সমস্যা। ফলে লোডিং এ দেরি হয়। চালকদের অভিযোগ লদিং এর পরে তারা গ্যাস নিয়ে বিভিন্ন পয়েন্টে গেলে আগে থেকে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অটো রিক্সা কিংবা মারুতির চালকরা তাদের উপরে ক্ষেপে যান দেরি হয়েছে বলে। এমনকি অনেক সময় মারধরও করে গ্যাস সরবরাহকারী গাড়ি গুলিকে। তাই এই সমস্যা সুরাহার দাবি জানান টি এন জি সি এলের গ্যাস সরবরাহ কারী গাড়ি গুলির চালকরা। এখন দেখার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।