Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকসবেশ্বরী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

কসবেশ্বরী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : রাজ্য জুড়ে এখন আনন্দের বাতাবরণ রয়েছে। এতদিন ধরে সেই বাতাবরনে কিছুটা খামতি ছিল। মানুষের মধ্যে এখন ফিল গুড ভাব এসেছে। শনিবার শারদীয়া দুর্গোৎসব ও দীপাবলিকে কেন্দ্র করে কমলাসাগর মায়ের মন্দিরে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 এদিন তিনি কমলাসাগর মন্দিরে পুজো দেন। এরপর ঘূরে দেখেন দীঘিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর কেন্দ্রে বিধীয়কা অন্তরা সরকার দেব, সিপাহীজলার জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,  কমলাসাগর বিধানসভার মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ও বিশালগড় ব্লক চেয়ারপার্সন ছন্দা দেববর্মা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন বহু পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভক্তি ও আস্থা রয়েছে। তাই সরকার এই মন্দিরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে। নতুন করে সাজিয়ে তোলা হবে মন্দির চত্বর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য