Sunday, September 8, 2024
বাড়িজাতীয়সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব...

সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব নয় : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): জাতীয় পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে সাহসী পুলিশ বাহিনীকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব নয়। শনিবার সকালে দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তিনি আত্মবলিদান দেওয়া পুলিশ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

অমিত শাহ এদিন বলেছেন, “আমি লক্ষ্য করেছি, দেশের সেবা করা সমস্ত মানুষের মধ্যে পুলিশের দায়িত্ব সবচেয়ে কঠিন, যে কোনও আবহাওয়া অথবা উৎসবে একজন পুলিশ সদস্য সর্বদাই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন… সন্ত্রাস হোক, অপরাধ হোক অথবা বিপুল জনসমাগম হোক, পুলিশ সর্বদা সাধারণ মানুষের জীবন সুরক্ষিত করার জন্য আছে… আমাদের দেশের পুলিশ সর্বদা প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য