স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : কবিরাজ টিলা পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে পঞ্চমীর পূর্ণ তিথিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার এক রক্তদান শিবির আয়োজন করা হয়। পাশাপাশি পুজো মন্ডপের উদ্বোধন হয় এদিন। উপস্থিত ছিলেন প্রদেশ বি জে পি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা।
এদিন ফিতা কেটে পুজো মন্ডপের শুভ উদ্বোধনের পর প্রদেশ বিজেপি সভাপতি জানান, সমাজ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন বিকশিত করা যায়। তারই নিদর্শন রাখল কবিরাজ টিলা স্থিত পল্লী মঙ্গল ক্লাব। বর্তমান সময়ে রাজ্যের ক্লাবগুলি আমূল পরিবর্তন হয়েছে। তারা সমাজ সেবায় ব্রতী হয়েছে। পল্লীমঙ্গল ক্লাব দুর্গাপূজা উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। পরে রক্তদান শিবির একটি পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রদেশ বিজেপি সভাপতি শ্রী ভট্টাচার্য। তিনি গরিব অসহায় দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন। আয়োজিত অনুষ্ঠানে এদিনের এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ ক্লাবের কর্মকর্তারা।