স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : ইজরাইলের বিরুদ্ধে প্রতিবাদে গজে উঠলো এস.ইউ.সি.আই। আগরতলা বটতলা এলাকায় বুধবার সকালে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে তারা দাবি জানায়, ইজরাইল প্যালেস্টাইন অধিকৃত গাজা ভূখণ্ড থেকে হাত উঠাও।
এবং সাম্রাজ্যবাদ বিরোধী সকল জনগণকে প্যালেস্টাইনীয়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানায় এদিনের কর্মসূচিতে উপস্থিত এসইউসিআই রাজ্য কমিটির সম্পাদক অরুন ভৌমিক। তিনি বলেন, অতীত দেখা গেছে সাম্রাজ্যবাদী শিবিরের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশ দখল করতে। এর মূল উদ্দেশ্য হলো বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। এগুলি থেকে বের হয়ে এসে বিশ্ব শান্তি দাবি জানায় তারা।