স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : দূর্গা পূজার আর মাত্র চার দিন বাকী। তারপরই ঢাকে পরবে কাঠি। শিউলি মাখা গন্ধে শুরু হবে দেবীর আরাধনা। আগামী ২১ অক্টোবর থেকে দূর্গা পূজা শুরু হবে। ২৪ অক্টোবর মায়ের বিসর্জন। রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আয়োজন করা হয়েছে আগামী ২৬ অক্টোবর। শহর এলাকায় এবং শহরতলী এলাকার বহু প্রতিমা বিসর্জন হবে রাজধানীর দশমী ঘাট এলাকায়। সুষ্ঠুভাবে যাতে নিয়ম শৃঙ্খলা মেনে প্রতিমা নিরঞ্জন হয় এবং সকলের কাছে যাতে মায়ের গমন এবং নিরঞ্জন আকর্ষণীয় হয়ে উঠে তার জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দশমী ঘাট এলাকা সাজিয়ে তোলার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগরতলা পুর নিগম হাওড়া নদীর তীর পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন কাজকর্ম করে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে প্রস্তুতিমূলক কাজটি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তারপর মেয়র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পরিদর্শনে এসে দেখা গেছে সঠিকভাবে কাজ সম্পন্ন হচ্ছে। বিগত বছর থেকে আরো সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন হবে। এবং গোটা শহরের মতোই দশমীঘাট এলাকাটি আলোক সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। মেয়র জানান, নদীর তীরবর্তী যে জায়গায় গুলি কাঁচা মাটির ছিল সেই জায়গাগুলিতে পাকা সিঁড়ি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রতিমা নদীর পাড় থেকে জলে নামানোর জন্য বিশেষ রেম্পের ব্যবস্থা করা হয়েছে। আরো বলেন সমস্ত প্রস্তুতি চূড়ান্ত বলা যায়। সুতরাং হাজার হাজার দর্শনার্থীদের উলুধ্বনি এবং শঙ্খ ধ্বনিতে এবারও প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে হবে বলে আশা ব্যক্ত করে মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে পরিদর্শনে ছিলেন স্থানীয় কাউন্সিলর ও পুর নিগমের আধিকারিকেরা।