স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : ঢাকের তালে কোমড় দুলে, খুশিতে নাচে মন – এবার এই গানটির আনন্দ দিতে নতুনত্বের ছোঁয়া লাগিয়েছে কমলপুর যুব সমাজ ক্লাব। পুজোতে সাতজন মহিলা ঢাকি এবং তিনজন পুরুষ ঢাকি দিয়ে হবে নাচের তাল। আর সেই তালে পা মেলাবে এলাকার নারী পুরুষ সকলে। জানা যায়, মাতৃ আরাধনায় এবার ঢাকের তালে মনে ঢেউ তোলার দায়িত্ব সাতজন মহিলা ঢাকি এবং তিন জন পুরুষ ঢাকির। কমলপুর যুব সমাজ ক্লাবের দুর্গাপূজায় এবার বিশেষ আকর্ষণীয় হতে চলেছে মহিলা ঢাকিরা। এই ক্লাব দীর্ঘ কয়েক দশক ধরে মাতৃ আরাধনায় যুক্ত।
প্রতি বছরই কিছু নতুনত্ব থাকে তাদের পুজো ভাবনায়। ক্লাব কর্তৃপক্ষ পুজোর দিনগুলিতে ঢাকের কাঠিতে হৃদয় যাতে আন্দোলিত হয় তার দায়িত্ব তুলে দিয়েছেন কলকাতার মোহিনী কাহারবা ঢাকি সমিতির হাতে। সাত জন মহিলা ও তিন জন পুরুষ ঢাকির দল ইতোমধ্যেই প্রথমবারের মত এই রাজ্যে পুজোতে এসেছে। এবার বারো লক্ষ টাকার এই বিগ বাজেট পুজো দক্ষিণ ভারতের আদলে মণ্ডপ তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরিতে রয়েছেন মৃৎশিল্পী রণজিৎ ভট্টাচার্য। চলছে শেষ তুলির টান। এবং ইতিমধ্যে পৌঁছে গেছে মহিলা ঢাকিরা। দ্বিতীয় রাতে পুজো প্রাঙ্গণে এসে ঢাকের তালে মন মাতিয়েছে এলাকাবাসীর। জোড়ো হয়েছে দর্শনার্থীরা। পুজোর আনন্দে যেন আরও বেশি মাইলেজ দিয়েছে মহিলা ঢাকিরা। এবছর মহিলা ঢাকিদের দ্বারা পূজোয় মন মাতানো ব্যবস্থাপনায় অনেকটাই আনন্দিত এলাকাবাসী।