Monday, December 23, 2024
বাড়িরাজ্যনাশকতার আগুন থেকে রক্ষা পেল ব্লক ও স্কুল

নাশকতার আগুন থেকে রক্ষা পেল ব্লক ও স্কুল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর :  নাশকতার আগুন থেকে অল্পতে রক্ষা পেল বিসি নগর ব্লকের পুরাতন কার্যালয় ও উত্তর বিলোনিয়া স্কুল। জানা যায়, অস্থায়ী ভাবে ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয়ের পরিত্যক্ত ঘর গুলি দীর্ঘদিন ধরে নেশাকারবারীদের আঁতুর ঘরে পরিণত হয়ে আছে।

যার ফলে এক মাসের মধ্যে দ্বিতীয় বার নাশকতার আগুন থেকে অল্পেতে রক্ষা পেল অস্থায়ী ভাবে পরিচালিত ব্লক অফিসের পরিত্যক্ত ঘর, বিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকা। উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের কিছু অংশের শ্রেনী কক্ষে ভারত চন্দ্র নগর ব্লকের অস্থায়ীভাবে ব্লক কার্যালয় করা হয়েছিল বাম আমলে।

অবশেষে বিগত বছর মনুরমুখ এলাকায় স্থায়ীভাবে কার্যালয় গড়ে তোলার পর সেখানেই নতুন করে যাত্রা শুরু হয় ভারত চন্দ্র নগর ব্লক কার্যালয়টির। বর্তমানে উত্তর বিলোনিয়া স্কুলের ব্লকের ঘরগুলি পরিতক্ত ভাবে পড়ে আছে। দরজা জানালার সব খোলা থাকে। সন্ধ্যা হতেই সেখানে চলে সমাজদ্রোহীদের  উন্মাদনা। প্রশাসনের কোন হেলদোল নেই, সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর বখাটে নেশাখোর যুবক প্রতিনিয়ত ঘরের ভিতরে নেশার আসর জমায়। একই ঘটনা ঘটলো আবার, এবার ঘরের মধ্যে কিছু বস্তাকে স্তুপ করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নাশকতা কারণে এই ধরনের আগুন বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করছেন। যাইহোক এদিন আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি পরিত্যক্ত ঘরটি বেরিকেট দেওয়া হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য