স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবে। আক্রান্ত শিশু থেকে বৃদ্ধ। প্রত্যেকের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায়।মুঙ্গিয়াকামি ব্লকের স্বাস্থ্য কেন্দ্রের অধীন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে এক বছরের শিশু থেকে ৬৫ বছরের বৃদ্ধ মহিলা সহ পাঁচজন চিকিৎসাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
জানা যায় দীর্ঘ এক সপ্তাহের অধিক সময় ধরে জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে বেশ কয়েকজন শিশু থেকে বৃদ্ধ। মুঙ্গিয়াকামী ব্লকের তুই কর্মা এডিসি ভিলেজের তীর্থমনি এলাকায়। গত দু তিন দিন ধরে তাদের অবস্থা খারাপ দেখে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সকে। অ্যাম্বুলেন্স গিয়ে তাদেরকে তীর্থমনি এলাকা থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। শুধু তীর্থমনি নয় কাকড়াছড়া এডিসি ভিলেজেও ম্যালেরিয়া থাবা বসাতে শুরু করেছে। সেখানকার হাজরা পাড়ার নিরেজ জয় রিয়াং নামে সাত বছরের একটি শিশুর শরীরেও ম্যালেরিয়ার জীবাণু সনাক্ত করা হয়েছে।
তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। তীর্থমনি এলাকার যারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা নাম হলো এক বছরের শিশুকন্যা লারী রুঙ রিয়াং। পিতা গঙ্গা জয় রিয়াং। তিন বছরের শিশুকন্যা মারি রুঙ রিয়াং পিতা খজেন্দ্র রিয়াং। তের বছরের সুনীল জয় রিয়াং। এবং ৬৫ বছরের বৃদ্ধ মহিলা মোসলা বতি রিয়াং। পাঁচজনেরই চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে বলতে গিয়ে গঙ্গা জয় রিয়াং জানান, তাদের জ্বর না কমায় খবর দেয় তেলিয়ামুড়া হাসপাতালে এবং সেখান থেকে ই অ্যাম্বুলেন্স গিয়ে তাদের নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দীর্ঘদিন ধরেই ঐ সকল এলাকাগুলিতে কোন ধরনের স্বাস্থ্য শিবির হচ্ছে না। অনেক বৃদ্ধ থেকে শিশু জরে আক্রান্ত হয়ে গ্রামে পড়ে আছে টাকা পয়সার অভাবে চিকিৎসা পরিষেবা নিতে আসছে না তেলিয়ামুড়া মহুকুম হাসপাতালে।