Friday, February 14, 2025
বাড়িরাজ্যমহিলা কমিশনের ওয়েবসাইট চালু করার উদ্যোগ

মহিলা কমিশনের ওয়েবসাইট চালু করার উদ্যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : মহিলা কমিশনের নিজস্ব একটি ওয়েবসাইট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন ঘটনা গুলো রাজ্য মহিলা কমিশনের তরফে আপলোড করা হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বিভিন্ন তথ্য তুলে ধরে এ কথা বলেন।

 তিনি জানান,যে সমস্ত ঘটনার সাক্ষী সকলেই হয়ে থাকে যেগুলো কখনো আশা করা হয় না। যে ঘটনাগুলোর জন্য সকলেই লজ্জিত। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয় সকলকেই। মাতৃ শক্তি এবং কন্যা সন্তানকে সুরক্ষা দেওয়ার বিষয়টা সকলকে একসাথেই ভাবতে হবে। তিনি আরো জানিয়েছেন গার্হস্থ হিংসা ও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে এসে কাজ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য