স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। আর সাত দিন বাদেই দুর্গাপূজা। বাড়িতে গেলে নতুন পোশাকের জন্য ছেলেমেয়েরা কাঁদছে। এমনটাই বলে দুর্গা পূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় পুজো এডভান্স না পেয়ে আন্দোলনে সামিল হল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন আর.কে নগর স্থিত ভেটেনারি কলেজের কেজুয়াল কর্মী এবং স্থায়ী কর্মীরা। ভেটেনারি কলেজের কেজুয়াল কর্মী এবং স্থায়ী কর্মীরা এইদিন কলেজের মূল ফটক বন্ধ করে দিয়ে ধর্নায় সামিল হয়। তাদের বক্তব্য প্রত্যেক বছর পূজার আগে তাদের বোনাস ও এডভান্স প্রদান করা হয়। কিন্তু এই বছর তারা বোনাস পেলেও এডভান্স পায় নি।
তাই তাদের দাবি অন্যান্য বছরের ন্যায় এই বছরও তাদেরকে ২০ হাজার টাকা করে এডভান্স প্রদান করতে হবে। কলেজের আধিকারিকরা আন্দোলনকারিদের সাথে আলোচনা করে সমাধানসূত্র বের করার চেষ্টা করলেও কোন সমাধান সূত্র বের হয় নি। এদিন আন্দোলনরত কর্মীদের মধ্যে কেজুয়াল কর্মী ছিল ৩৭ জন এবং স্থায়ী কর্মী রয়েছে ২৩ জন। তাদের আরো অভিযোগ দীর্ঘ বছর হয়ে গেল তাদের চাকরি নিয়মিত হচ্ছে না। দীর্ঘ বহু বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আছে বলে অভিযোগ তুলেন এই দিন। এ বিষয়ে দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ সমস্যা সমাধান করার জন্য উনার হাতে কোন ক্ষমতা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন।