স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : ননদের জামাতা নিয়ে পালালো এক গৃহবধূ। প্রতিশোধ স্পৃহায় স্বামী গৃহবধুর বাপের বাড়িতে আক্রমণ চালায়। ভাঙচুর করে এমনকি শাশুড়িকে জোরপূর্বক আটক করে রাখে নিজ বাড়িতে। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন করুইমুড়া এলাকায়।
সংবাদে প্রকাশ চড়িলাম কড়ুইমুড়া এলাকার সবিতা নমঃ -এর মেয়ে মাম্পি নমঃ -র বিয়ে হয়েছিল অফিসটিলা এলাকার বরুণ নমঃ -র সাথে। তাদের একটি সন্তানও আছে। কিন্তু গৃহবধূ তারই ননদের জামাতা সঙ্গে অর্থাৎ বরুণ নমঃ -র ভগ্নিপতির সঙ্গে পালিয়ে যায় স্ত্রীর উপর প্রতিশোধ নিতে বরুন দলবল নিয়ে বৃহস্পতিবার রাতে চড়িলাম করুইমুড়া তার শাশুড়ির বাড়িতে চড়াও হয়। অভিযোগ শাশুড়ি সবিতা নমঃর বাড়ির ফ্রিজ, টিভি ইত্যাদি ভেঙে গুঁড়িয়ে দিয়ে জোর করে সবিতা নামঃ -কে গাড়িতে উঠিয়ে বরুণ কর্মকার অফিসটিলা তার বাড়িতে আটকে রাখে। এ ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গভীর রাতে বরুণের বাড়ি থেকে তার শাশুড়ি সবিতা নমঃ-কে উদ্ধার করে। এ ঘটনা চাউর হতেই করুইমুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।