স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : ১৯৮৮ সালে জোট রাজত্বে আধা ফ্যাসিষ্ট সন্ত্রাসের বলি হয়েছিলেন ১৩ জন। বীরচন্দ্র মনুর এই ঘটনার শহীদ দিবস বৃহস্পতিবার পালন করা হয়। সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত শহীদ দিবসে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।
তারা সকলে শহীদদের প্রতি পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন, ১৯৮৮ সালে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে শহীদ হয়েছিল ১৩ জন। তখন রাজ্যে অন্য এক জোট সরকার ছিল। কিন্তু সেদিন শাসকের যে ভূমিকা ছিল আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার তথা শাসকের একই কার্যকলাপ রয়েছে। বিজেপির বিরুদ্ধে সারা দেশের মধ্যে মানুষ ক্ষোভে ফুঁসছে। এই সরকারের পতন নিশ্চিত বলে দাবি করেন তিনি।