স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : আগরতলা শহরের বিভিন্ন বাজার গুলিতে যানজট সৃষ্টি করে মাছের গাড়ি আনলোড করার সংস্কৃতি রদ করতে চলেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। শনিবার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র দীপক মজুমদার। বটতলা ও মহারাজগঞ্জ বাজারে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়ি গুলি এখন থেকে আর মাছ আনলোড করতে পারবে না। বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়িগুলি মাছ আনলোড করার জন্য শহরের অদূরে নাগীছড়ায় ব্যবস্থা করা হয়েছে।
সেখানে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়ি গুলির চালক ও সহচালকদের থাকার ব্যবস্থাও রয়েছে সেখানে। শনিবার নাগিছড়া এলাকার সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ মহারাজগঞ্জ ও বটতলা বাজারের ব্যবসায়ীরা। সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান নাগিছড়াস্থিত ফিস ট্রানসিপ প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ১২ অক্টোবর।
মুখ্যমন্ত্রী এই প্ল্যান্টের উদ্বোধন করবেন। আগরতলা শহরকে যান জট মুক্ত করতে এবং বিভিন্ন বাজার গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন বাজার কমিটির সাথে আলোচনা করে নাগিছড়া এলাকার জায়গাটি চিহ্নিত করা হয়েছে। মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারে বড় বড় গাড়ি দাড় করিয়ে মাছ আনলোড করার ফলে যানজট সৃষ্টি হয়। এখন থেকে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা গাড়ি গুলিকে আর শহরে প্রবেশ করতে হবে না। গাড়ি গুলি সরাসরি চলে যাবে নাগিছড়া প্ল্যান্টে। সেখানে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে। সেখানে সোসাইটি করে দেওয়া হয়েছে। নাগিছড়া প্ল্যান্টে বড় বড় গাড়ি থেকে মাছ আনলোড করার পর ছোট ছোট গাড়ি করে সেই মাছ শহরের বিভিন্ন বাজার গুলিতে নিয়ে যাওয়া যাবে বলে জানান তিনি। এদিকে যতদূর জানা যায় ইতিমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী এই খবর পেয়ে মাছের দাম বিদ্যুৎ করতে খাপ পেতে বসে আছে। কিন্তু বাজার নিয়ন্ত্রণে রাখতে মৎস্য দপ্তর যদি কঠোর পদক্ষে গ্রহণ না করে তাহলে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চয় হবে। কারণ বাজারে মাছের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে আছে। দপ্তরের মন্ত্রী ব্যর্থতা ঢাকতে দায় এড়িয়ে বলেছেন বহিঃরাজ্য থেকে কি মূল্যে ব্যবসায়ীরা মাছ কিনছে সেটা জানা নেই।