Friday, February 14, 2025
বাড়িরাজ্যছয় মাসের মধ্যে ভেঙে চৌচির তিনটি রাস্তা, সংস্কারের জন্য তিন দিনের সময়সীমা...

ছয় মাসের মধ্যে ভেঙে চৌচির তিনটি রাস্তা, সংস্কারের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : চোখ রাঙাচ্ছে দুর্নীতি! কি গ্রাম, কি শহর – দুর্নীতিতে নিমজ্জিত দপ্তরে বড় মাথা থেকে শুরু করে একেবারে ঠিকাদার পর্যন্ত। যার কারণে কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কার হলেও ছয় মাসের মধ্যে ভেঙে মরণ ফাঁদে পরিণত হচ্ছে। আন্দোলনের পথে হাঁটতে শুরু করেছে সাধারণ মানুষ। আর এটাই প্রমাণ করছে গন্ডাছড়া মহকুমা নারায়নপুর ভিলেজের দেবনাথ পাড়া, মুসলিম পাড়া ও চৌকিদার পাড়ার রাস্তা। রাস্তাগুলি ভেঙে চৌচির।

জানা যায়, ছয় মাসের মধ্যে নব নির্মিত রাস্তার এই দশা দেখে সাধারণ মানুষের মাথায় হাত। গত কয়েকদিন ধরে নিত্য ভোগান্তি শিকার আম জনতা। নজর নেই স্থানীয় জনপ্রতিনিধির। রাস্তাগুলি গত ছয় মাস আগে পূর্ত দপ্তর থেকে সংস্কার করা হয়েছিল। রাস্তা সংস্কারের সময় স্থানীয়রা বহুবার দাবি তুলেছিল নিম্নমানের কাজ হচ্ছে। কিন্তু বিষয়টি গুরুত্ব দেয়নি সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্যরা। কোন এক অজ্ঞাত কারণবশত ঠিকাদাকে প্রশ্রয় দেওয়ায় রাস্তা ছয় মাসের মধ্যে কঙ্কালসার অবস্থা। মানুষ প্রতিদিন অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

রাস্তা দিয়ে রোগী নিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে এলাকাবাসীর। কিন্তু রাস্তাগুলি দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করে। যেহেতু দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধি বিষয়টি গুরুত্ব দিচ্ছে না, তাই এবার স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে দপ্তরকে রাস্তা সংস্কারের জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হবে। নাহলে পথ অবরোধের শামিল হবে। এমনটাই অভিযোগ এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য