স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : প্রকাশ্য মাছ বাজার থেকে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক টি.এস.আর জওয়ান বলে অভিযোগ। ধৃত টি.এস.আর জওয়ানের নাম আক্তার হোসেন। ঘটনা শুক্রবার সকালে বিশালগড়ের মাছ বাজারে। রাজ্যের গর্ব টি.এস.আর -এর সুনাম ধুলোয় মিশিয়ে দিল মাছ চোর টি.এস.আর জওয়ান আক্তার হোসেন।
বিশালগড় মাছ বাজারের এক ব্যবসায়ী জানান এইদিন সকালে টিএসআর জওয়ান বিশালগড় মাছ বাজারের এক দোকান থেকে একটি মাছ চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সিসি ক্যামেরায় সেই চিত্র ধরা পড়ে। পড়ে মাছ বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে মাছ চোর টিএসআর জওয়ানকে আটক করে বেধে রেখে পুলিশকে খবর দেয়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত মাছ চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।