Sunday, February 9, 2025
বাড়িরাজ্যসরকার কথা না রাখার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলল তালা

সরকার কথা না রাখার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলল তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : কথা দিয়ে কথা রাখেনি সরকার। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন ভুমি দাতা। ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ গঙ্গানগর পাঁচ নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায় ১২ বছর পূর্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে তোলার জন্য জায়গা দিয়েছিলেন এলাকার বাসিন্দা গিরিধারি শর্মা। ভুমিদাতা গিরিধারি শর্মা জানান জায়গা দেওয়ার সময় কথা ছিল ওনার পরিবারের এক জনকে এই অঙ্গনওয়ারী কেন্দ্রে চাকুরী প্রদান করা হবে।

 কিন্তু সেই সময় শূন্যপদ না থাকায় চাকুরী দেওয়া হয়নি। বর্তমানে শূন্যপদ রয়েছে। তাই তিনি পুত্রবধূকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরী প্রদানের জন্য গ্রামের প্রধান, মেম্বার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন বহুবার। লিখিত আবেদনও জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাই বাধ্য হয়ে সকলকে জানিয়ে সোমবার তিনি অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন। এইদিকে গিরিধারি শর্মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার পর বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিডিপিও-র নির্দেশে তালা ভেঙ্গে অঙ্গনওয়ারী কেন্দ্রটি খুলে দেয়। বৃহস্পতিবার সকালে ফের অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন ভুমি দাতা। এইদিকে কচিকাচা পড়ুয়ারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বাড়িতে ফিরে যায়। কারন এইদিন কোন কর্মী অঙ্গনওয়ারী কেন্দ্রে উপস্থিত হন নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য